 অজৈব সার বা রাসায়নিক সার (Inorganic fertilizers)




 অজৈব সার বা রাসায়নিক সার (Inorganic fertilizers):

  বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে সম্পূর্ণ কৃত্রিম পদ্ধতিতে কলকারখানায় যে সার তৈরি হয়, তাকে অজৈব বা রাসায়নিক সার বলে। রাসায়নিক সারে উদ্ভিদ-খাদ্যগুলো সহজলভ্য অবস্থায় ও অধিক পরিমাণে থাকে। তবে রাসায়নিক সারে একটি বা দুটির বেশি খাদ্যোপাদান থাকে না। তাই গাছের প্রধান তিনটি খাদ্যোপাদান যথা : নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি প্রয়োগ করার জন্য বিভিন্ন প্রকারের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। উদ্ভিদ খাদ্য পাওয়ার ভিত্তিতে অজৈব সারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যথা :

() মৌলিক বা সরল সার (simple fertilizers): যে রাসায়নিক সারে একটি মাত্র উদ্ভিদ খাদ্য থাকে, তাকে সরল বা মৌলিক সার বলে। উদ্ভিদ খাদ্য পাওয়ার ওপর নির্ভর করে এই সারকে তিনভাগে ভাগ করা হয়। যথা :

() নাইট্রোজেনঘটিত রাসায়নিক সার (Nitrogenous fertilizer): এই সার থেকে কেবলমাত্র নাইট্রোজেন(N) পাওয়া যায়। যথা :

অ্যামোনিয়াম সালফেট (Ammonium Sulphate), অ্যামোনিয়াম ক্লোরাইড (Ammonium Chloride), ক্যালসিয়াম নাইট্রেট (Calcium nitrate), অ্যামোনিয়াম সালফেট নাইট্রেট (Ammonium sulphate nitrate), ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট (Calcium Ammonium nitrate), ইউরিয়া (Urea)প্রভৃতি।

() ফসফরাস ঘটিত রাসায়নিক সার (Phosphatic fertilizer): এই সার থেকে কেবলমাত্র ফসফরাস ( P2O5)পাওয়া যায়। যথা: সিঙ্গল সুপার ফসফেট-(Single Super phosphate), ডবল সুপার ফসফেট (Double Super phosphate), ট্রিপল সুপার ফসফেট (Triple Super phosphate), বেসিক স্লাগ বা ধাতুমল (Basic Slag), রক ফসফেট (মুসৌরী ও পুরুলিয়া) প্রভৃতি।

() পটাশিয়াম ঘটিত রাসায়নিক সার  (Potassic fertilizer): এই সার থেকে কেবলমাত্র পটাশিয়াম (K2O)পাওয়া যায়। যথা: মিউরিয়েট অব পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড (Muriate of Potash of Potassium Chloride), পটাশিয়াম সালফেট (Potassium sulphate), পটাশিয়াম নাইট্রেট (Potassium nitrate), পটাশিয়াম ফসফেট (Potassium Phosphate), প্রভৃতি

() যৌগ রাসায়নিক সার (Complex fertilizer): এই সার থেকে একের বেশি উদ্ভিদ খাদ্য পাওয়া যায়। যথা: ডাই-অ্যামোনিয়াম ফসফেট (Di-ammonium Phosphate), অ্যামোনিয়াম নাইট্রেট ফসফেট (Ammonium nitrate Phosphate), সুফলা ২০ : ২০ : (Suphala 20 : 20 : 0), ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট বা গ্রোমর ২৮ : ২৮ : (Urea Ammonium Phosphate or Gromor 28 : 28 : 0), প্রভৃতি। তাছাড়া বাজারের ইফকো/পরশ ১০ : ২৬ : ২৬ (IFFO Paras 10 : 26 : 26), সুফলা ১৫ : ১৫ : ১৫ (Suphala 15 : 15 :15), গ্রোমোর ১৪ : ৩৫ : ১৪ (Gromor 14 : 35 : 14) প্রভৃতি নামেও সম্পূর্ণ সার (Complete and balanced fertilizer) পাওয়া যায়।


Labels: ,